ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী
এক দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বসে গল্প করছিলেন।
কথায় কথায় রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেনঃ "রাগ অর্থাৎ ক্রোধ কাকে বলে?"
প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ দুর্দান্ত একখানা উত্তর দিলেন। শ্রীকৃষ্ণ বললেনঃ "ক্রোধ হল অন্য কারোর ভুলের সাজা নিজেকে দেওয়া।"
রাধা আবার জিজ্ঞাসা করলেনঃ "প্রেম এবং বন্ধুত্বের মধ্যে পার্থক্য কি?" শ্রীকৃষ্ণ এবারও এক চমৎকার উত্তর দিলেন। শ্রীকৃষ্ণ বললেনঃ "প্রেম হল সোনা আর বন্ধু হীরে। সোনা ভেঙ্গে গেলে তাকে জোড়া লাগানো যায় কিন্তু হীরে ভেঙ্গে গেলে আর জোড়া লাগানো যায় না!"
রাধা এবার শ্রীকৃষ্ণ কে বললেনঃ "আমি কোথায় কোথায় আছি?"
শ্রী কৃষ্ণ উত্তর দিলেনঃ "তুমি আমার হৃদয়ে, হৃদ স্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় আছো।"
রাধা জিজ্ঞাসা করলেনঃ "তাহলে এবার বলো আমি কোথায় নেই।"
শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেনঃ "আমার ভাগ্যে!"
একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেনঃ "প্রেমের আসল কারনই বা কি আর মানেই বা কি?" শ্রীকৃষ্ণ উত্তর দিলেনঃ "যেখানে কারন থাকে, মানে থাকে, সেখানে আসল প্রেমই বা কোথায় থাকে!"
সবশেষে রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেনঃ "তুমি প্রেম করলে আমার সাথে আর বিবাহ করলে রুক্মিণীকে। এ রকম কেনো?"
শ্রীকৃষ্ণ আবারও একটি ফাটাফাটি উত্তর দিলেন। শ্রী কৃষ্ণ বললেনঃ "প্রিয়ে বিবাহ দুটি মানুষের মধ্যে হয় কিন্তু তুমি আর আমি তো দুটি শরীর একটি প্রাণ, আমরা যে একাত্মা!"
Comments