কিছু কথা

[3/4, 8:22 PM] Raj Aircel 9420: শুভ সন্ধ্যা সকলকে

মনের ঘরে খুঁজি দশ বাই দশ ঘর

সাথে এক চিলতে গ্রিল বারান্দা অতীত

চেতনা রোদ্দুরে ফেনায় ধুতাম তাকে

সাবানের শেষ ক্লান্তিটুকুও নিঃশেষে ডুবে গেলে

কড়াইয়ের সব ভুসো কালি একলা ফুরিয়ে এলে

হুলভাঙা ভ্রমরের আশাবরী রাগ প্রার্থনা ভুলে

ভেঙে পড়ে ধুসর বাদলেরা রাতের হাফ্ এগরোলে

শুরু হত দোলরাঙা হাঁড়িয়ার বুকভাঙা মাদলের রাত

দেবতারাও শোনেন সেই অলীক গুন্ গুন্

তারিফ ইয়ে কাবিল

কেয়াবাৎ কেয়াবাৎ !!!
----------------------
- রাজেন্দ্র

[3/5, 7:57 AM] Raj Aircel 9420: সকলকে সুপ্রভাত -

ভাবনারা কুরে কুরে খায়
সবাইকে নয়
কেউ কেউ ঘুরে মরে
বেপরোয়া ভবঘুরে
বস্তু ভাবনার কোলাহলে

- রাজেন

[3/5, 11:35 AM] Raj Aircel 9420:

মুখে বলিনা কেন যতই, বেঁচে থাকার সারপ্লাস তোলা অপরের খরচেই ।

একটা কাঙ্ক্ষিত মিস্ড কলের আশায় বসে থাকে বেআক্কেল অনেকেই ।

- রাজেন্দ্র

[3/6, 10:51 PM] Raj Aircel 9420: দুটি রচনা -

অপচয় কিংবা প্রাণহীনের পচনে নষ্ট বোধেরা করে আনাগোনা স্বপ্নের জালে

বিন্দুরা জমে জমে উদ্বাস্তু হয়ে পড়ে ঝরে শিরদাঁড়া নামা টপাটপ্ ঘামে

অভিমন্যুবধ পালা ব্রাত্য হয় রোজ নিখোঁজ মগজধোলাই ক্লাব আঙিনায়

দাঁড়কাক দালালেরা সেনসেক্সে করে অশালীন বেচাকেনা সম্পর্কের বোড়ে

আমি এখন তেলেভাজা দরে ধৃতরাষ্ট্রের ভালোবাসা বেচি চৌরাস্তার মোড়ে

ঘাসফড়িং এর পায়ের তালে, উঠছিল ঢেউ থেমে থেমে, ঘাসের আগায় জমা শিশিরবিন্দুর মাথায় ।

বেদেনী মলুয়া জন্মেছিলো বারবার, নীলকন্ঠী নিঃশ্বাসে তরবারি ভেজা, অবিশ্বাসী রক্ত ফোঁটায় ।

- রাজেন্দ্র

[3/7, 10:48 AM] Raj Aircel 9420:

আমি স্বপ্ন দেখিনা আর রাতভোর কুয়াশায়, শিউলির চেতনায় বারুদ চেয়েছি ।

আমি ছুঁড়ে ফেলি সব নেশা, অভুক্ত ভালোবাসা, মহুয়ার মেঠো ঘামে সবুজ পেতেছি ।

তাই, পাপের যক্ষলোকে, আমি মানুষ খুঁজেছি ।
~~~~~~~~~~~~~~~~~~
- রাজেন্দ্র

[3/7, 11:20 AM] Raj Aircel 9420:

শব্দছকের ভাঙা গড়া, কারসাজি, উত্থান পতনে, নিরুক্ত ছান্দসিকের ব্যঞ্জনা, ঘেঁটে যায় চাউমিন নুডলসে্র মতো ।

খাবার কে কোনটা খাবে, কি খাবে, কেন খাবে, দেখে, শুঁকে, চেটে, ভাবুক রসিক রন্ধনশিল্পী বিশ্লেষক পন্ডিত যতো ।

- রাজেন্দ্র

[3/7, 12:03 PM] Raj Aircel 9420:

অহংবোধ প্রবল হলেই গন্ডগোল

বড় ছোট মাঝারি ক্ষুদ্র তুচ্ছে শিং মারামারি

বাজারে জ্যোতিষী বেচে হরেক রঙিন পাথর

সবার কি সব হজম হয় ?

লিঙ্গ তো কারো ছোট কারো বড়

তবে কি রতিক্রিড়া আর নয় ?

- রাজেন্দ্র

[3/7, 3:20 PM] Raj Aircel 9420:

স্বপ্ন স্বপ্নারা ভিড় করে তিন পাহাড়ের কোলে

হেঁটে যায় দলে দলে কিংবদন্তীরা

সমুদ্রের আলো ফিরে যায় চরকা বুড়ির সাদা থানের ভাঁজে

বাঁধ ভাঙা বানভাসিরাও তো জেগে থাকে রাতভোর স্বপ্ন চুরির দায়ে

সপ্নারাও অনাদায়ী ঋণে ভাঙা মন জুড়তে চায় চরকা কেটে

দেশ জোড়া তুমি আমি কান পাতে মিডিয়ার ঢাকের তালে

দাঁড়কাকে কার কবে কান কেটে বাসায় নিয়ে গেছে

- রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি