দুটি কবিতা

[3/4, 8:22 PM]

মনের ঘরে খুঁজি দশ বাই দশ ঘর

সাথে এক চিলতে গ্রিল বারান্দা অতীত

চেতনা রোদ্দুরে ফেনায় ধুতাম তাকে

সাবানের শেষ ক্লান্তিটুকুও নিঃশেষে ডুবে গেলে

কড়াইয়ের সব ভুসো কালি একলা ফুরিয়ে এলে

হুলভাঙা ভ্রমরের আশাবরী রাগ প্রার্থনা ভুলে

ভেঙে পড়ে ধুসর বাদলেরা রাতের হাফ্ এগরোলে

শুরু হত দোলরাঙা হাঁড়িয়ার বুকভাঙা মাদলের রাত

দেবতারাও শোনেন সেই অলীক গুন্ গুন্

তারিফ ইয়ে কাবিল

কেয়াবাৎ কেয়াবাৎ !!!
----------------------
- রাজেন্দ্র

[3/5, 7:57 AM]

ভাবনারা কুরে কুরে খায়
সবাইকে নয়
কেউ কেউ ঘুরে মরে
বেপরোয়া ভবঘুরে
বস্তু ভাবনার কোলাহলে

- রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি