নিয়মের কারাগারে শাসিত মগজ,
মনের ঘরে শান্তনা খুঁজে ফেরে,
সংস্কারের ঘেরাটোপে ।
কালের গর্ভে,
আবহমান ডোবা ভাসায়,
মন্থিত হয় আইন ।
যুক্তির প্রশ্নে নিষ্কাশিত উত্তরে, জ্ঞান বাড়ে ।
তবুও, সামাজিক ঔচিত্যবোধে জর্জরিত মনে,
গোপন ইচ্ছা তাড়িত হয় স্বপ্নের আকরে ।
অতৃপ্ত যাতনায়, তপ্ত স্মৃতির বিষাদ ধুয়ে যায়,
ঐশ্বরিক ভালবাসায় ।
বোঝেনা অবুঝ মন,
কি পায় আর কি হারায় !!!
Comments