দেশের খোঁজে
খুঁজে ফিরি আমার দেশটাকে ।
খাল, রেল লাইনের ধারে গজিয়ে ওঠা
বস্তির আনাচে কানাচে,
প্ল্যাটফর্মে, শহরের ফুটপাথ জুড়ে,
ভিক্টোরিয়া, সেন্ট্রাল পার্কের গাছের
নীচে, ছাতার তলায় ।
শপিং মলে, নাইট ক্লাবের মায়াবী
আলোয় ঘুরে ফেরে ক্লান্ত চোখ ।
কানে বাজে স্কুলে পড়া দেশের কথা,
দেশ গড়ার কারিগরী স্বপ্নে মন বিভোর
হতে চায় ।
চন্দ্রায়ণের চাকচিক্যে গর্বিত ছাতি, অনুন্নয়নের
অবিচারের বঞ্চনায় নেমে যায় গোড়ালির নীচে ।
শোষণ অপশাসনের বল্গাহীন দৌড়ে, অজুহাত
অনুযোগের নির্লজ্জ প্রতিযোগিতায়, স্বপ্নের দেশে
সূর্যাস্ত নেমে আসে ।
রাতের অন্ধকারে অচেনা লাগে মানুষ ।
জল মাটি বাতাসে ভাসে মৃত্যুর হ্রেষা ।
লাল মাটির কাঁকর পাথরে, শাল পলাশের বনে
বন্দুকের নল গুমরে মরে রাজরোষের তন্ত্র মন্ত্রণায় ।
মিড্ ডে মিলের খুদকুঁড়ো খেয়ে বেঁচে থাকে
আশা, শারদের শেষে ঢাকের কান্না শুনে ।
শৈশব, নারীত্ব খোলা বাজারে ওঠানামা করে
চাহিদা আর সুযোগের পাটিগণিতের হিসেবে ।
স্বপ্নের ফেরিওয়ালারা রাজনৈতিক রূপকথার
হকারি করে মেঘের আড়ালে ।
দেশ কি তবে স্বপ্ন দিয়েই তৈরী ? স্মৃতি দিয়েই
ঘেরা ? সত্যিই কি এমন একটা দেশ আর কোথাও
পাবোনা খুঁজে ?
বিভেদ বেড়েছে, আবেগ কমেনি ।
শক্তি বেড়েছে, শান্তি আসেনি ।
অজানা মানুষ, অচেনা দেশ ।
যতই ভাবি, ততই ক্লেশ ।
Comments