জীবন যেমন

দাঁড়িয়ে সবাই
গাড়ির আশায়,

ছুটবে মানুষ
কাজের বাসায়।

গাড়ি এল,
কামরা খালি।

কিল ঘুঁষি,
লাথি গালি।

নেই খাবার,
এল ত্রাণ।

ভুখা পায়ে,
পিষল প্রাণ।

কাপড় খাবার
পাক, না-পাক,

জীবন যেমন,
তেমন থাক।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি