অপেক্ষা

ঘরের জানালা বেয়ে
সূর্যের ম্লান আলো
নেমেছে বিছানায় ।

বহু আলোকবর্ষ দূরে
তার যাত্রা শুরু
স্বপ্নের আকাশগঙ্গায় ।

ঘুম ভাঙা সকালে
মনের প্রতি পরতে
গরম চায়ের পেয়ালায়,

একাকী নির্জন দ্বীপে
নিঃশব্দে বসে আছি
শুধু তোমারি অপেক্ষায় ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি