বনলতার সন্ধান
অনেক দেখলাম,
খুঁজে ফিরলাম নগরে - বন্দরে,
গ্রামে ও প্রদেশে...
তবুও পেলাম না,
আরো একজন বনলতা সেন।
আর যখন পেলাম তাকে,
তখন সে অন্য এক
প্রাসাদ বাসিনী...
নিজের আনন্দ ঘেরা মায়ায় বন্দিনী।
অনেক দূর থেকে...
আবছা আলোছায়া আধাঁরে,
দেখেছি তার অস্পষ্ট মায়াবী কায়া।
যতবার কাছে যেতে চেয়েছি,
হারিয়ে গেছে সে
নীরবতার নিস্তব্ধ অন্ধকারে,
কুয়াশা ঘেরা ধূসর হিমেল প্রান্তরে।
দেখে তাকে দু - দন্ডের শান্তি
পেতেও পারি, নাও পারি।
তবুও মনের আরশি নগরে,
পড়শি ছাড়া বেঁচে থাকার
যন্ত্রণা ভুলতে চাই..
এতেই মনের মুক্তি,
আর বাকি সবকিছুই
গল্প হলেও মিথ্যা।
Comments